জোনাই মেয়েটি বললো , আলো জ্বালাবো না আর পুচ্ছে
আমার আলোর কি বা দাম বল , রবির আলোর গুচ্ছে !
জোনাই মেয়েটি বললো , গাইব না আর গান চঞ্চে
আমার গানের কি তান বল ,পাখীর গানের মঞ্চে !
জোনাই মেয়েটি ভাবল , জোনাই মেয়েটি কাঁদল
বললো না কেউ এস মোর কাছে , হাতটি তাহার ধরল !
জোনাই মেয়েটি থামল , জোনাই মেয়েটি নাইল
বললো না কেউ এস মোর কাছে , পায়ে পায়ে পথ হাঁটল ।
জোনাই মেয়েটি হাসে না আর কাঁদে না অকারণ কান্না
জোনাই মেয়েটি ভুলে গেছে কাজ , নিতুই রান্না বান্না
জোনাই মেয়েটি মান করে থাকে , সাজ করে না আর তুচ্ছ
জোনাই মেয়েটি আঁধার যে আজ, নগরী রাগিনী স্তব্ধ  !