শত শত কমল আঁখি নিরপরাধ সবুজ দুগ্ধ শিশুদেরকে
অকালে ছিনিয়ে নিয়েছে তাঁরা, কপোত মায়ের বুক খালি কোরে !
স্নেহময়ী মা বুকে বাঁধে আপন কনক শিশুকে কম্পিত হাতে ,
নিধর কণ্ঠে বলে , থাক বাছা তুই চিরকাল আমারি কোলে !
পারে না মা , কেবলই ভেঙ্গে পরে নির্মম অশ্রু স্রোতে !
হতভাগ্য বাবার পৃষ্টে সন্তানের লাশ , ধরণির পরীক্ষিত ভারী বোঝা সে !
একজন বেকুব কবি উত্তুঙ্গ হায়েনাকে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে
উপপাদ্য প্রশ্ন ছুঁড়ে । উপত্যকার ছিন্ন ভিন্ন নারী শিশু আর পুরুষের
রক্তের উন্মোচন হিসেব চায় ! উন্মাসিক হাসে বীভৎস হায়েনার দল
বিধাতার প্রতিচ্ছায়ায় প্রতিপালিত নয় তাঁরা ! কবির আবার বিচার !
হাল ছাড়ে না সন্মোহিত কবি । বলে বারে বারে , স্বীকার কর
এখনও সময় আছে অনুশোচনার !
হায়েনার দল হাম্বির প্রদীপ জ্বালিয়ে নৃত্য গীতে হস্তগত করে বাতাস
জ্বলে যায় দেশ । বিরান হয় ভূমি ।আঘাতে আঘাতে
জর্জরিত হয় নিরস্ত্র নিরপরাধ আদম সন্তান । হোক ।
হুঙ্কার - পোড়া মাটি চাই , চাই পোড়া মাটি !
তবে কবির মাথা কাঁটা যাবে আজ নির্ঘাত সবার অজান্তে !
পৃথিবীর সব রাজা মহারাজা আপন বিভোর । পক্ষপুট চুপচাপ ।
কে আর হারাতে চায় বল পলান্ন রাজসিংহাসন ?
প্রত্যয় মানুষগুলোই কেবল আবিষ্ট যন্ত্রণায় পুড়ে মরে রাত্রিদিন !