সহসা অকুণ্ঠিত যাচ্ছে চলে সে ! মান করে নয়
সাধ করে নয় !যেতে হবেই তাই অচিরে যাওয়া !
আবার কবে হবে দেখা দুজনে ? কুঞ্জে কুঞ্জে
কুন্দ কুসুমে ! অঝর নির্জনে পাতায় পাতায়
সবুজ ঘাসে ঘাসে । দুজনা একাকী , উদাসী আনমনা !
সে এলে নীল সমুদ্দুর থেকে উঠে আসে অটুট জলের
নির্যাস । কালিদাসের অতিবাড় মেঘ হাসে । অতঃপর
খাম্বাজ খিলানে খিলানে ! খোয়াই স্রোতে ! কেবলই
গৎবাঁধা শরীর ভিজিয়ে দেয়া অতসী আলিঙ্গনের মুগ্ধতায়
ভালবাসা নাকি অধঃপাত !
বিদায় ডঙ্কা বাজে তাঁর । বুকটা ওঠে কেঁপে বারে বারে
চলাৎ চলাৎ সুরে ! থেমে যায় তানপুরা সুর
আবারও বিষাদ । ধূলো বালির খেলা । লন্ড ভন্ড বাতাস
অতঃপর একাকী জলদ প্রতীক্ষা তাঁর !