অনেক অনেকদিন বাদে খোলা ছাদে দাঁড়িয়ে দেখলেম
আকাশ, আকাশের পরে আকাশ । বাতাস, বাতাসের পর
বাতাস। সোনালী রুপোলী রোদ্দুর , রোদ্দুরের পর রোদ্দুর !
ওরা আমায় চেনে, অনেক অনেককাল আগে থেকেই । আজ
অনেক অনেকদিন বাদে আমায় দেখে ওরা আনন্দের ডানা মেলে
এসে বসলো ছাদের কার্নিশে ! আমি দুহাত বাড়িয়ে ওদের স্পর্শ সুখে
হলেম পুলকিত !
টবের বুকের সুসজ্জিত গাছের সারিরা হারিয়েছে যেন সৌরভ
দীর্ঘ দিনের অবহেলায় ! তবুও ওরাও যেন বলতে চায় অনেক কিছু
পাশের বাড়ীর বেড়ে উঠা কাঁঠাল পাতার সাথে সুর মিলিয়ে ! আমারই
মতন যেন , টেনেটুনে হাত পেতে নেয়া সুখের আঘ্রানে বিভোর সবাই ! আসলেই সুখ বলে কিছু নেই । সবার ঘরে সুখ নেই তাই !
মাথার উপরে খোলা আকাশ , চারপাশের অকারণ বাতাস
অহেতুক রোদ্দুর – ভোলে না কিছুই । জড়াতে ভালবাসে বড় ওরা
সীমাহীন ভালবাসায় । কার্নিশের নীচে সর্পিল রাস্তার মানুষগুলো কেবলই
কেবল ভুলে যায় চেনা মানুষগুলোকে ! ওরা কি শুধুই ছুটে চলে
নতুন সুখের সন্ধানে !