আমরা বারে বারে ভুলে যাই আমাদের স্বপনের কথা
শপথের কথা আমাদের । ভুলে যাই ভালবাসার কথা
ভুলে যাই অতীত দিনের যত পুরাতন কথা
ভুলে যাই প্রিয় সংগীত অথবা সুপ্রিয় বন্ধুকে !
কথায় কথায় গাছের মগডালে বাঁধি বাসা
দুমড়িয়ে মুচড়িয়ে ফেলি হতভাগ্য পিপীলিকা দলকে
সবুজ পাতায় পাতায় রেষারেষি ঘটিয়ে বাঁধিয়ে দেই যুদ্ধ
সকালের আলোর ইচ্ছে অভিলাষকে করি অকারণ স্তব্ধ !
বারে বারে করি মান অভিমান , দিয়ে ফেলি দাঁড়ি
হয়ে যাই ক্রুদ্ধ । পায়ে পায়ে দলি যত প্রতিশ্রুতি , দেয়া কথামালা
জীবনের যত রক্তিম সঞ্চয় । আমরা কেবলই কি বৃথা করি
কালক্ষয় , হয়ে আপনি আপনাতে মুগ্ধ !
চিনি না নিজেকে , জানি না কে বা শত্রু আর কে বা বন্ধু
মুগ্ধ হই বারে বারে দেয়ালের আরশিতে ক্ষণিক দোল দেয়া রাজসিক ছবিতে
ভুলে যাই আপন শোণিতে , পুকুরের বাঁধানো মায়াবী ঘাটটিকে
তারপরেও আমাদের ভালবাসে চাঁদ , তারা , সূর্য , বাতাস আর নদীর জল !