ধূলো মাখা টেবিলের ধারে কাছে নেই কোনজন
বেশতো চেয়ার টেনে ফ্রি ফ্রি বসা যায় অনেকক্ষণ
সে কি এড়িয়ে চলে ধূলোবালি ? বেশ তো, তবে
শুভ্র কাপড়ে তাঁর ঢের ঢের কালি !
পক্ষপাতের নেই কোন স্তর , মাপাজোকা নিসাব নিকাশ
তারপরও তেলাপোকা , আরসোলা খুঁজে মরে পরশ পাথর
একাকী থাকাটা ক্যামন ? ভারী ভারী দিন আর বছর
যেহেতু পোকা- মাকড়ের বাসস্থান  যত্র তত্র তাই পক্ষপাত
বড়ই ফেভারিট ব্র্যান্ড !
নাম নেবনা কারও , নামে কি বা এসে যায় ? বরং বলা
যায় বড়ই অকৃপণভাবে –এ চেয়ারে কারো নাম লিখা নাই
ফ্রি ফ্রি বসতে পারেন সবাই ! ধুলোবালি ময়লা ? দুধেও ভেজাল
হয় হরদম , তারপরও দুধ বেঁচে গোয়ালিনী ! ধোপার পক্ষপাত চলে
কাপড় ধোলাইয়ে !চলে অগণিত কাল !
ধূলো মাখা টেবিলের ধারে কাছে নেই কোনজন
ফ্রি ফ্রি বসতেই পারেন আপনি !!