অজ্ঞান তমসাচ্ছন্নতার এক যুগে;
মহা কল্যাণে মহান দূতের আগমন,
আল্লাহর দোস্ত-- যাপিত জীবন ত্যাগে;
পরোপকারী সততায় 'আল আমীন'।
ব্যথিত হৃদ তাঁর জুলুম কুসংস্কারে;
হেরায় ধ্যানে মগ্ন বৈভবে লোভহীন,
ঐশী বাণী আসে শান্তি ও সত্য প্রচারে;
অবতীর্ণ শ্রেষ্ঠ গ্রন্থ 'আল কুরআন'।


জগতময় যা কিছুর অস্তিত্ব দৃশ্য;
সব সৃষ্টির লক্ষ্যে কেবল মুহাম্মদ,
সেরা বাণী-- আল্লাহ্ বিনে নাই উপাস্য;
নাহি করি হত্যাকান্ড লুন্ঠন বিবাদ।
নবী শ্রেষ্ঠ ' ইসলাম ধর্ম' প্রবর্তক;
আখেরী নবী মনুষ্য পথ প্রদর্শক।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     ৩১আগস্ট, ২০১৭