চাঁদের কিরণে বসে ছিলে ক্ষণে
কি ছিলো তোমার ভাবনায়,
সেই শুভ দিনে দোলা লাগে প্রাণে
আজও ভোলা নাহি যায়।


প্রীতি বাঁধনে জড়ালে সে দিনে
কেন জানি  সদা লাগে ভয়,
জাগে ক্ষণে ক্ষণে স্মৃতিটুকু মনে
ভেসে ওঠে হৃদয় পাতায়।


ভাবি মনে মনে সেই শুভ লগনে
কী ঘটেছিলো হেথা দু'জনায়,
যেই কারনে বিনে সূতা বাঁধনে
কেনো বারে বারে আমায় কাঁদায়।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ২০/৪/২০১৯