মম প্রাণ কী যে চাহে কখনো জানিনে
নানা চাপে পিষ্ট হই যাতাকলে পড়ে,
ভালোবেসে কী করবো-কী চায় জীবনে?
রক্তক্ষয়ী যুদ্ধ চলে এ হৃদয় নীড়ে।
বাসনার মূল্য কোথা পেশায়-শেখনে?
সুন্দর ধরণী তরে আঁখি নাহি ঘোরে,
প্রত্যাশায় বেড়ি পরা সবে সবখানে;
অসহায়ে এ জীবন আসল সুদূরে।


অপরূপা ধরাধামে সময়ের মাঝে;
অনন্দভরা জীবন সদা খুঁজে পাই,
কেউ তাকে কেড়ে নিলে কোন সুখ নাই;
বাঁচিবার শেষ আশে দুখ ঘন্টা বাজে।
জীবন কোথায় তবে অন্যে দিলে তাই?
এমনি যদি জীবন খাঁটি মরে লাজে।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১০ এপ্রিল,২০১৯