ক্ষণে ক্ষণে মোরে ব্যথা দিয়ে
কী সুখ তুমি পাও হে,
ক্ষণিক জীবনে হৃদয় মম
এ যাতনা কভু আর সহেনা হে।


সে দিন কেন ডাকিলে মোরে
সোহাগ ভরে নিভৃত কাননে,
ব্যাকুল হৃদয়ে শুধালে আমায়
কী যাতনা জ্বালা তোমারই মনে।


মম হৃদয়ে শিহরণ জাগালে
তব যৌবনা সুন্দর হেরি নয়ন ভরে,
কী! সুখ সাগরে ভাসালে আমায়
প্রাণ ভরিয়ে দিলে সখি আদরে।


কেন জানি আজি অচেনা লাগে মম
হারিয়ে যাও কখনো কোন সুদূরে;
কী ভাবনা আছে মনে রহে অজানায়,
ব্যথা নাহি দাও মম রেখোনা আঁধারে।


      রচনাঃ৭ জুলাই,২০১৯