ব্যথাহত চিত্ত
  


চিত্ত মম ব্যথাহত চাই বলিবারে—
কারে শুধাই সে কথা শোনে নাকো কেউ,
সতত শঙ্কিত হৃদি হন্তা হানে দ্বারে—
ধরাতে লেগেছে আজি মহামারি ঢেউ।
ধর্মান্ধের রাজনীতি অবিশ্বাসে মরে,
শোকে ভারি বায়ু ব্যোম লাশে লাশে কিউ
উপেক্ষা বিধিনিষেধ—ভঙ্গে যত পারে!
দংশিত  বিবেক বুদ্ধি কে নেবে রে জিউ?


কাবা তওয়াফ সাধ  মিটে না এখন—
সোনার মদিনা তরে থাকা আকাঙ্ক্ষায়;
কোভিড গুজব বাদী অন্ধকারে রয়,
জ্ঞানহীন  আচরণে বাড়ে সংক্রমণ।
ভুক্তভোগী ধর্মান্ধরা খেদে হায় হায়!
কোটি প্রাণহানি পথে বিশ্ব ধাবমান।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
  রচনাঃ১৭/০৭/২০২১,ডালবুগঞ্জ