—বিলুপ্ত কাছারি ঘর—


পরিবেশের দাসত্বে বন্দি সবে
ভুলেছি শত ঐতিহ্য পল্লির,
রূপকথার গল্প বনে
গৃহস্থের অভিজাত  কাছারি ঘর।
আজি ড্রইংরুমের অহংকারে
নীরবে কাঁদে যেন বিলুপ্ত আগার।
যৌথ পরিবার প্রথার অবসানে
আঙ্গিনার কোন প্রান্তে ঠাঁই নেই তার।
চাষির হুক্কার গড়গড় শব্দ
এখন কর্ণে নাহি শুনি আর।
রাত যাপনের অনুরোধে
আসে না কোনো মুসাফির।
বারোমাসী কামলার যবনিকায়
বসতে নারে লোক গান পুঁথি পাঠ আসর।
হারিয়েছে বাড়ি বাড়ি
অচেনা অনাত্মীয় অতিথি কদর।
ইট-পাথরে গড়া সুরম্য অট্টালিকায়
ইতিহাস ঐতিহ্য হারায় সেকালের।
কৃত্রিমতায় ভরা একাল
ইট-পাথুরে প্রাণ যেন সকলের।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ১৯/০৪/২০২১