------বিপদগামী তারুণ্য----------


আদর্শবৃত্তি পরিহারে তারুণ্য ছুটে
অনিশ্চিত ভয়ঙ্কর অবক্ষয় দিকে,
যে পথে সদা মৃত্যুর হলিখেলা ঘটে;
কু-প্রভাবে স্খলিত অন্যের ক্রীড়নকে,
জীবন বিনাশ নীতির রাজার হাটে
নীলে লীন প্রতিপলে নেশার পাতকে।
উগ্রচালে পতন ভবিষ্য ওঠে লাটে;
প্রলয় যজ্ঞে লিপ্ত  ~রাজা বনে জমকে।


নাহি শুধরে~অবজ্ঞায় আর ধিক্কারে
বিরূপ প্রভাব তরুণ কোমল মনে;
বিষন্নতা নিরসন সুস্থ বিনোদনে,
পাঠ চুকিয়ে ভিড়ুক তরী কর্মনীড়ে।
নব জীবন পথে সঙ্গীত রচিবারে
তারুণ্যে দাও, জাগুক নব উদ্দীপনে।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
        রচনাঃ ১১/১০/২০১৮