গগনে পবনে শোক-- শোক সারা দেশে;
নিসর্গ কৃতী লোক চলেন নিরন্তরে,
বৃক্ষসখাহীনে কাঁদে পাদপে-মানুষে;
কাঠে চিতাগ্নি দহন বৃক্ষ বান্ধবেরে।
বিটপীর প্রাণ তত্ত্বে স্যার জগদীশে;
প্রয়োগ দিশারী কহে কথা ঘুরে ঘুরে,
শাখী বিক্ষতে সন্তানহারা শোকে ভাসে;
মুক্ত প্রশ্বাস তরে সংঘাত ঠেলে দূরে।


পাদপ বিদ্যা বিস্তরণে এ জ্যোতির্ময়;
দ্রুম রাজ্যের নিগূঢ় রহস্য সন্ধানে,
বিজ্ঞান লভে নিটোল সাহিত্য মালায়,
তরুরাজি মাঝে সমুজ্জল চির ক্ষণে।
শ্যামল প্রতিবেশের এ করিতকর্মা;
প্রকৃতির স্কুল শিক্ষক দ্বিজেন শর্মা।


-------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
        রচনাঃ ২৬ সেপ্টেমবর,২০১৭