দুখছবি
(আয়না সনেট)

ঝড়ে নিভে যায় দীপ কে জ্বালাবে হায়!
ভরে যায় অন্ধকার কৌমুদী কোথায়?
হারিয়ে গিয়েছে চাঁদ কালোমেঘে ছেয়ে
ফুরিয়ে গেল কি শম  বিনাশি প্রলয়ে?


আঁখি দু'টি জেগে রয় পাষাণ হেরিতে
চাখি ব্যর্থতার গাথা বিচিত্র  ধরাতে,
আঁচলে লুকিয়ে বাঁচে বিবেক জাতির
এলে কি  দাজ্জাল ওহে সংহারে পৃথ্বীর!

গিরিসম সত্য কেন নিমেষে বিলীন?
প্রাণসম দেশমাতা বিমূঢ়ো খলীন!
শূন্য অসীম গগন সেথা নেই দীপ্তি
পুণ্য দেখায় অসত্যে সব রাখে গুপ্তি।

পেরিয়ে যায় লগন ওঠে নাকো রবি,
বেরিয়ে বেদনা আসে ভাসে দুখছবি।

রচনা :১০ মার্চ, ২০২৫।