দুর্গোৎসব
----------------------------------------
সুরথ রাজ কালীন বাসন্তী পূজন;
রামের অঞ্জলি মা-এ শারদীয় ক্ষণে,
ষষ্ঠীতে দেবীর অধিবাস ও বোধন;
ঢাক বাজে জোড় কাঠিতে বিরামহীনে।
ভক্ত প্রাণে জাগে মহোৎসব মাতন;
নাচেরে মন নব পোশাকে গানে গানে,
রণ মূর্তিতে দুর্গাদেবী মিলে দর্শন;
পূজো চলে মন্ত্রে আরতি প্রসাদ দানে।


প্রতিমা বিসর্জনে পূজোর সমাপন,
অশ্রু সজল নয়নে সবে ফিরে গৃহে;
গুরুজন প্রণামে বিজয়া পূণ্য লহে,
পূজার্থী স্নেহ করুণ হৃদ প্রকাশন।
ধর্মে স্বাতন্ত্র্য -- উৎসবে সার্বজনিক;
শক্তির আরাধনায় মুছে গ্লানি দুখ।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
          রচনাঃ ১৭ সেপ্টেম্বর,২০১৭