------ইচ্ছে হয়-------


শ্রান্ত ক্ষণে মম চিত্ত কল্পলোকে ভাসে,
চাঁদের আলোয় মাদুর পাতা আসরে
রূপকথার কাহিনি স্মৃতিপটে হাসে;
অচিন্ত্য মনে শুনেছি সুখনিদ্রা ঘোরে।
বকুল গাঁথা মালা~গৃহ ভরে সুবাসে
ঝাঁপ দেই নদী-জলে খেলি কাদা-নীরে,
বৃষ্টি ভিজে মাছধরা সন্তরণ হর্ষে
খেজুর রস চুরিতে দন্ডিত বিচারে।


অতীত আর ফিরে আসেনা কোন ক্ষণে
এসব কখনো মোরে হাসায়-কাঁদায়;
সে দিনগুলো উঁকিদেয় মনের কোণে
জীবন পাতা থেকে ছিন্ন হবার নয়।
ইচ্ছে হয় ফিরে যাই মধুর ভুবনে;
ক্লান্ত কর্ম ব্যস্ত জীবনে কী করে হয়!


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ৩১/১২/২০১৮