l


থাকুক শত বাধা-বিপত্তি কষ্ট-ক্লেশ;
যত ঝড়-ঝঞ্ঝা প্রতিকুল পরিবেশ,
কোলাহলময় নগর জীবন ছেড়ে;
আনন্দ যাত্রা নিভৃত গ্রামে বহুদূরে।
কর্মজীবীর নীড়ে ফেরা নাড়ির টানে,
শুধু স্বজন সাথে ঈদ উদযাপনে।
তিলঠাঁই নাই লঞ্চ বাস আর রেলে,
বাড়তি ভাড়ায় চলা সব শঙ্কা ভুলে।


বিত্ত লাভে মত্ত! লঞ্চ ডুবে যাত্রীভারে,
বেপরোয়া চালনায় শত প্রাণ ঝরে।
পথে পথে যানজট সময় না কাটে,
বেহাল দশা সড়কে দুর্ঘটনা ঘটে।
ঈদ খুশি যাত্রা কখনো বিষাদে ভরা,
শান্তি তবু শেকড় সন্ধানে বাড়ি ফেরা।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ   ২২-০৬-২০১৭