—এইতো জীবন—
    


ললাটে সৌভাগ্য যদি থাকতো মানবে;
কাটে বিষিত জীবন ধরিত্রীর সবে!
ভূমন্ডল মরুময় হতো না কখনো,
হলাহল ভরপুর জীবন কাটানো।


হাহাকার ক্লেশ-ক্লিষ্ট এইতো জীবন
দিনভর গুণে তাই কখন মরণ,
কেমনে সহো  বিধাতা মানবের দুখ!
যতনে লালিত আশা চায় সবে সুখ।


চাই তৃপ্তি বাসনায় আনন্দ প্রণয়ে
নাই যেথা স্বার্থ-বিষ, বন্ধন হৃদয়ে,
মধুরে প্রত্যাশা সেই করাও বপন;
সবারে বাসিও ভালো ভাবিয়া আপন।


শান্তি রচিত হোক প্রতি নীড়ে নীড়ে;
ক্লান্তি দূর হয়ে যাক ক্ষমিও সবারে।


  
    রচনাঃ ২০/০৪/২০২১