ফেলে আসা স্মৃতি
(গীতিকবিতা)

ফেলে আসা দিনগুলি মোর
হাতছানি দেয় নিতি,
হায়,পেছন ছবি ভুলতে নারি
জাগায় কত স্মৃতি।।

মোরা হিজল তলা করেছি খেলা
মিছে সংসার গড়ে
এদিক সেদিক হলে পরে
যেতাম খেলা সাঙ্গ করে
ক্ষণিক পরে ভুলে গিয়ে রচি সাম্য গীতি।

মোরা প্রাতকালে  গাছের তলে
কুড়ায়েছি কত আম,
ডালে চড়ে মুঠি ভরে
তুলেছি পেয়ারা জাম,
দলে বলে এসব করতে লাগেনি কোনো ভীতি।।

পুকুর জলে খালে বিলে
ঝাঁপ দিয়েছি দলে,
সাঁতার কেটে শাপলা তুলে
টেনে এনেছি কুলে,
হায়! নিয়তির অমোঘ বিধি
কে কোথায় গেলে!
দেখা পেলে স্মৃতি কথা জাগে রাতারাতি।।

রচনা:২৮ এপ্রিল, ২০২৫।