কী বর্ণিল ষড়ঋতু বৈভব এ দেশে!
বিচিত্র রূপে রূপিণী এখন মলিনে
বিরূপ অচেনা ঋতু ঘুরে ফিরে আসে
বদ্ধ খোলসে প্রকৃতি পাল্টেনা এখনে।
শরৎ হেমন্ত কোথা বসন্তে বরিষে;
গ্রীষ্ম বর্ষা আর শীতে সব অবসানে,
ঋতুচক্রে দোলাচাল অজানার বেশে;
নাকালে জনজীবন দূর্যোগ পিষণে।


সখ্য তৈরি নাহি হয় প্রকৃতির তরে;
বৈরিতায় দিনে দিনে তার রোষানলে,
দূষণে গ্রাসে সবই ক্লীষ্ট অনাচারে;
নিঃশেষে জীব বৈচিত্র মানবের ফলে।
যাপিত জীবনে শঙ্কা রোগে শোকে মরে;
প্রকৃতির বৈরি রূপ অহর্নিশ চলে।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ৭/৬/২০১৯