অহরহ শর্তভঙ্গ গড়িমসি দিতে;
গগন ছোঁয়া খেলাপি বিলিকৃত ঋণে,
নমনীয় নীতি দায়ী সদা কাঁপে ভিতে
রিক্ত করে খায় ব্যাঙ্ক খায় কত জনে।
গিলে খায় অর্থনীতি পাপিষ্ঠ দুর্ণীতে;
পরিশোধে নাহি চর্চা নিজ স্বত্ব বনে,
ছাড় দেয় ঋণদাতা নানা অজুহাতে;
উজাড় তরল বিত্ত ঠকে জনগণে।


বড় ঋণী যেন পুষে জামাই আদুরে;
নিখাদ উদ্যোক্তা সবে ধুঁকে অর্থাভাবে,
কাম্য শিল্প এই ভূমে নাহি ওঠে গড়ে;
ব্যাঙ্ক খেকো দুশমন জীবন বিভবে।
বেকারত্বে দেশ ভরে অভিশাপে পুড়ে;
রক্তে ক্রীত মাতৃভূমে অকাম্য এসবে।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১২/৬/২০১৮,ঢাকা।