অতীতেরই স্মৃতির কথা
জানবে নারে অার।
সেই ফেলে আসা মনের ভাষা
জানার ইচ্ছে কার।।
হায় আঁখির দেখা মনের কথা
কোথায় বলিবার।
সারা স্মৃতির হৃদের কথা যত
বলবো একটিবার।।
সকাল বেলা শাপলা তুলেছি
কেটেছি সাঁতার।
সাজিয়ে ফুল মালা গেঁথেছি
পড়াতে সবার।।
সারা বেলায় জল ঢেলেছি
জ্ঞান বাগের পর।
বাঁজিয়ে বাশি সুর শুনাছি
তৃষিতে বারে বার।।
হায় চলে যাওয়া তারাতারি
থাকা নাহি এ পাড়।
আবার দেখা কভু হয় সুজন
এই হৃদয়ের মাঝার।।


রচনাঃ১৭/৯/২০১৯,ঢাকা।