জনতার উথলি ঢেউ হতে
দৃঢ়তার স্বরে এসেছে আমন্ত্রণ,
কেউ এগিয়ে না আসুক থাকুক মুক
ছুটে চলতে হবে একেলা বন্ধুর পথে
টুটিতে হবে বাঁধনের তিক্ত নাগপাশ
গড়তে প্রচন্ড তেজদীপ্ত জনতার শাসন।
গুটি কয়েক বিষধর ভূজঙ্গ ফণা
জীবন পথে যত সব বিভীষিকা
পৈশাচিক অভিসার করে দিবস-যাম
নর্দমার কীট শত উন্মাদ
তুচ্ছ বীভৎস যা কিছু আবিলতা
করতে হবে এসবের মূলোৎপাটন।
সমাজের কুৎসিত চক্ষের লালিমা
উৎপীড়ন অত্যাচারি স্বার্থান্বেষী পশুর দল
সন্ত্রাসী মদ্যপের প্রচন্ড তান্ডব
বুভুক্ষার কান্নার নাহি কর্ণপাত
দীর্ণ করে যা এ সমাজের হৃদ,
শত কলঙ্ক শত কালিমা
যবনিকা টানতে হবে জঘন্য গ্লানিমা।
নিরীহ মানুষগণে শুধু প্রত্যাশা
বন্ধ হোক শঠের শালিস বাণিজ্য
শান্তির নীড়ে চাওয়া বসবাস
নিশ্চিন্ত নির্বিঘ্ন পথ চলার
উন্নয়নের মহা সড়কের অংশীদার
বিচারের বাণী নীরবে কাঁদবে না আর
নিষ্কলুষ শোষণহীন সমাজ বিনির্মাণ।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ২১/০৩/২০২১