জীবন দর্পণ


জীবন প্রবাহের পূর্ণ লীলা বিলাস;
সাহিত্যে বিধৃত চিন্তার উর্বর ফল।
মানব চেতনার পরিপূর্ণ প্রকাশ
ভাবনা রসে আবাহনে সিক্ত ফসল।
প্রাণের ভাষায় হৃদয়ের কথা কয়;
জীবন কথা- জীবনেরই প্রতিচ্ছবি,
তন্দ্রামগ্ন জাতি জেগে ওঠে, শক্তি পায়
অগ্নিঝরা লেখনি যোগায় মুক্তি রবি।


সাহিত্য দর্পণে প্রতিবিম্ব রীতি-নীতি
অমৃত শান্তি-সুধা কল্পফলের রস;
স্বদেশ প্রীতিতে উদ্ভাসিত সব জাতি
সাহিত্য জাতির উন্নতির ইতিহাস।
সাহিত্যের পুষ্প বাগের থরে-বিথরে;
জীবন আলেখ্য শোভিত জাতির তরে।


--অধ্যক্ষ দেলওয়ার হোসেন
২৩ আগষ্ট ,২০১৭