কে নেবে রে
(গীতি কবিতা)


যেতে চাই বহুদূরে
কে নেবে রে নিশি কালে
হে সঙ্গী সুজন,
না আসলে নিতে মোরে
থাকি ঘোরে মন যে আর রয় না ঘরে।।


যদি-বা  নিশি কাটে
রাঙা আভা ঊষা পটে
ভয়ে তাকিয়ে থাকি বিজন পারে,
প্রতীক্ষায় রই যত আঁখি বুঝে যায় তত
তবে কি আসবে না আজ আমার দ্বারে।।


অসীম ব্যোমে তারাঘেরা
নিভু নিভু  জ্যোতি হারা
এই বুঝি তাই যাবে চলে অরুণ আসার তরে,
শীঘ্রই তোমায় পেলে দু'জন মিলে
পৌঁছে যাব অপারে।।


     রচনাঃ১৮/০৪/২০২১