ক্ষণিকের অতিথি
=========================


কাশ গুচ্ছ চামর ঢুলায় নদী তটে--
শুভ্র মেঘের আঁচল ধোয়া নীল পথে;
জ্যোস্নার দুধ-সাগরে ডুব দিয়ে ওঠে,
স্বর্ণ কিরণ ঝর্ণায় রানী আসে রথে।
শিশির স্নাত দূর্বায় ঝলমল প্রাতে;
জলে শাপলা-শালুক কুমুদের মেলা,
সমীরে ঢেউ খেলে নদী-হরিৎ ক্ষেতে;
মহীর অঙ্গ জুড়ে আলো-ছায়ার খেলা।


ক্ষণিকের  অতিথি যেন  শরৎ রানী;
বৈচিত্র হারায় বর্ষার ক্ষুধার গ্রাসে,
তবুও পূজা-পার্বণে মুখর ধরণী;
প্রতীক্ষায় হৃদয় উন্মুখ ছুটি আশে।
শারদ ঋদ্ধ সাহিত্য-গীতে সুরে সুরে;
চন্দ্রালোকে বসে পুঁথি পাঠে প্রাণ ভরে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         রচনাঃ ০৬ সেপ্টেম্বর, ২০১৭