কোন্ অতিথি
(গীতি কাব্য)


হেমন্তে আজ দ্বার খুলে
কোন্ অতিথি এলো হরষে।
সুখ সাগরের জোয়ারে ওরে
চলরে সবে স্রোতে ভেসে।।


কাঁচা সোনার ফসল  মাঠে
উর্মি দোলে নিত্য হেসে।
পবন যায়রে  হিল্লোল খেলে
বিহগ উড়ে ধানের শীষে।।


ভোরের রবির শিশির বিন্দু
মুক্তা হাসে যত দুর্বাঘাসে।
হৃদয় বীণার তারে তারে
তান তোলো রে সুখ পরশে।।


মৃদুমন্দ সমীর বহে ভুবনে
চঞ্চল প্রাণ বেড়ায় উদাসে।
ভাসিয়ে দেরে দেহখানি
অতিথি সাথে নীল আকাশে।।


-----স্বরচিত
     রচনাঃ১১/০৬/২০১৯