কর্মস্থলে অসন্তুষ্টি
-----------------------
সবার সন্তুষ্টি লাভে হেথা কৃত্য মম
দিনমান নেই বিন্দুমাত্র ক্লান্তি চিহ্ন,
মহীতে অবোধ এক ছায়াময় দ্রুম।
ডুবি, এ কর্ম অর্ণবে সব করি ছিন্ন;
মনুষ্যরূপী যন্ত্রে চলে সব নিষ্পন্ন।
খুঁজে সবে প্রত্যাশা আর প্রাপ্তির শম
দায়িত্ব!যেন নিত্য হাজিরায় সম্পন্ন
অসংকোচে লয়ে অর্থ,ভুলে সব শ্রম।
ধিক্ কর্তব্যবোধ! হুজুগে সব মত্ত
দ্বিধাভয়ে জিজ্ঞাসায় শুনি নানা তথ্য
একই রেকর্ড কর্ণে বাজে অবিরত।
অন্যথায়  পাছে চলে মৃদু ভৎসনা
কর্মস্থলে কারো সময় দিবার নাই
যানটি কেনো সময়ে কাছে নাহি পাই
খেয়ার ইঞ্জিনটি কভু ঠিক হবে না?
গৃহে যত রোগ-শোক কেন যে ছাড়েনা
মেরুদন্ডে ব্যাথা! পরীক্ষায় নাহি রই
এত জনবল হেথায় অভাব কই?
দুধবিনে রাজ কূপ হয় পানি পূর্ন
বাসনা মেটাতে ব্যর্থ অতি এক শীর্ণ।
বিধি ভাঙ্গার মহাযজ্ঞে এ নব সৃষ্টি
সব সয়েও তবুও যত অসন্তুষ্টি।
এ মেদিনী পরে অবোধ এক অধৃষ্য
কীর্তিগাঁথা কর্মাভাবে সতত অদৃশ্য।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন


রচনাঃ ২১-০৫-২০১৭