কুহকিনী
(গীতিকবিতা)
লু হাওয়া বয়ে গ্রীষ্মের খরতাপ
শতধা মিনতি করি সজনী
দাবানলে দিওনা গো অভিশাপ
শূন্য বাসরে পোহায় না রজনী।
বোশেখী পবনের রুদ্রমূর্তি খেলা
বিষাদে ডম্বরু বাজে অভিমানী।
শীলা বরিষে শীতল জলের মেলা
কিবা হেতু হলে বিরহিনী!
মধুমাসে ফলের মৌ মৌ গন্ধে ভরা
কোন্ দুঃখে কাতর একাকিনী?
এসো মধুবনে ডুবে যাই মনোহরা!
ভুলতে নারি কোনমতে হে কুহকিনী!
রচনা:২৭ এপ্রিল ২০২৫