—লিখবো না আর—
    


লিখবো না আর কাব্য সায়াহ্ন জীবনে—
বসুধার বুকে বাজে করুণ লহরী;
ঝরছে মানব প্রাণ কে আছে নিবারি,
নিঃশ্বাস নেয়া দুষ্কর মুক্ত সমীরণে।
মরণ জীবনু ভাসে ধরিত্রী উপরি;
করুণ রাগিনী ধ্বনি বসন্ত গমনে,
দাঁড়িয়ে জীবন তীরে— না পারি উপড়ি,
আলো নেই কোনোখানে  নিভু নিভু দিনে।


ব্যথাহত প্রাণ ডাকে কাকুতি স্বরে;
বুকভরা শ্বাস চায়  বাঁচার আশায়,
এত চিৎকারে কেউ— চায় নাকো ফিরে,
ঐশ্বর্য লালসা দলে পদতলে হায়!
নিভেছে দিনের আলো গেছে কোন্ দূরে?
লেখনি চলে না আর— কাব্য ছন্দ ধায়।


     রচনাঃ২৬/০৪/২০২১