মোহমেঘ
(গীতি কবিতা)
ধূমকেতুর মতো আসো ক্ষণে ক্ষণে
হৃদয়ে বেঁধেছি নাম তোমারই সনে।
আঁখির পলকে হারাই তোমারে
চকিতে যাও কাঁদি সকাতেরে
হৃদয়ের কথা চাই শুনবারে
ওহে বিনিদ্র কাটাই নিশি চেয়ে তোমারি পথ পানে।।
জানিনা কেন করো এত ছল
তোমারি লাগি ঝরে আঁখি জল
তোমা বিনে মম জীবন কুঞ্জল
ওহে হারানোর ভয় সাদা জাগে আমারই ভীত মনে।।
কালো মেঘ জমে হৃদয় আকাশে
অন্ধ রাখে যেতে তোমার সকাশে
অপেক্ষায় থাকি তোমারই আশে
ওহে মোহমেঘ জমে মোর তৃষিত হৃদয়ের কোণে।।
যতই দাও এ হৃদয়ে আঘাত
সাধ্য কিবা মোর বলো হে নাথ?
না পেলে করবো নিজ প্রাণপাত!
ওহে কত প্রেম রাখি যতনে যবে তোমারে হেরি নয়নে।।
রচনা:২৭ এপ্রিল, ২০২৫।