—মরলেই বাঁচি—
        


রুদ্ধ রোজগারি কাজ অভাব মেটেনা
বোনের না হয় বিয়ে সজল নয়ন,
ভাই প্রতিদিন খোঁজে চাকরি জোটেনা;
ভগ্ন হৃদয়ে ক্রন্দন ক্ষুব্ধ অভিমান।
কঠিন যাতায় পিতা উনুন জ্বলেনা,
নিঃস্ব পরিবারে নিত্য একটি কথন—
দুর!'মরলেই বাঁচি' যাতনা সহেনা,
ব্যথিত জীবনে এক  সান্ত্বনার গান।


মরার ইচ্ছে কি ঠিক? না ক্ষোভের সুর!
অভিমানে হতাশায় এক দীর্ঘশ্বাস,
করোনা বাড়তি বোঝা বহন দুষ্কর;
ডুবন্ত প্রাণে সমীরে আকণ্ঠ পিয়াস।
মধ্যবিত্ত করণিক মজুরের স্বর;
'মরলেই বাঁচি' গান বাঁচার প্রয়াস।


  
        রচনাঃ১০/৪/২০২১