অন্তরে ঘুমন্ত পিতা
-------------------------------
স্বপ্নের প্রসূন পিষ্ট শ্রম যাঁতাকলে;
বৃন্তে অফুটন্ত কুঁড়ি ঝরে অহর্নিশ,
কাস্তে-হাতুড়ি হাতে বই-পুস্তক ফেলে;
অর্ধাহারে-অনাহারে কর্মের তল্লাশ।
মাতৃ-পিতৃহীন নিঃস্বে শ্রমে শিশু ঠেলে;
বিমাতার নির্যাতনে নষ্ট পরিবেশ,
মাটিকাটা ইটভাটা গেরস্তে হোটেলে;
দিনমান খাটুনি নেই ক্লান্তির লেশ।


দ্বারে দ্বারে ধর্ণাধরে ঝুঁকি কাজ মিলে;
পীড়নে কর্মচাপে নিতে নারে নিঃশ্বাস,
কঠোর শ্রমদানে জীবনী শক্তি শেষ;
নানা দুর্ভোগ মাঝে জীবন নৌকা টলে।
অন্তরে ঘুমন্ত পিতা অকালে নিঃশেষ;
আঁধার জগৎ পানে নিতি দিন চলে।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ০৮ সেপ্টেম্বর, ২০১৭