হৃদয় গগনে মেঘের আঁধারে
তোমায় নাহি পাই দেখিবারে,
চিরদিন পাব বলে নয়নে নয়নে;
বাসনা ছিলো মম হৃদয় মন্দিরে।


কেনো যে তুমি লুকালে আড়ালে
এই যৌবন ক্ষণে চাহে বিজনে,
রহিলে অধরায় পরশ নাহিরে
কহিতে ব্যাকুল নিভৃত ক্ষণে।


বরিষণ ধারা বহে মম অন্তরে
দর্শন আশে চাহি পথ পানে;
জীমূত আঁধারে ঢাকে গোচরে,
প্রতীক্ষায় ভাঙ্গে মম হৃদয় খানখানে।


  রচনাঃ১০ জুলাই,২০১৯