পিছু টানে


হারানো পথ আমায় সদা পিছু টানে,
বরিশাল পানে দোলা উত্তাল ঢেউয়ে—
ব্রজমোহন কানন হেরেছি নয়নে,
লুব্ধু সেই রাজপথ ডাকে নিরালায়ে।
খুঁজি পদচিহ্ন মম আঁকা কোনো ক্ষণে
মহাত্মার অলি গলি চিত্রিত হৃদয়ে
উদীচী পথের কান্না ছুঁয়ে যায় প্রাণে,
কীর্তনখোলা'র তটে টানে নদী বায়ে।


সে-পথের স্বপ্ন ঘোরে কাটে দিবা-রাত,
আঁখিপাতে অশ্রু বিন্দু সিন্ধু হয়ে বয়;
উদ্দাম দুরন্ত স্মৃতি কভু ভোলা যায়!
গতিতে জীবন মম নাই কারো হাত।
সায়াহ্নে পুরানো খাতা যত দেখি হায়!
ততই হৃদয় কোণে ঘটে রক্তপাত।


   রচনাঃ২০/৫/২০২১


,