প্রকৃতির কোলে


প্রকৃতির কোলে কোনো ক্ষণে বিচরণ;
সুখ শ্বসন চলে নির্মল সমীরণে,
দু'টি পাতা একটি কুঁড়ির পুণ্যস্থান;
নয়নাভিরাম লাউয়াছড়া উদ্যানে।
প্রবেশকালীন ঝিঝি পোকার সুতান;
সবুজের স্বর্গরাজ্য ভাসে দু'নয়নে,
শাখে বসা পাখির সুমধুর কূজন;
উঁচু-নিচু পাহাড় ঝর্ণাধারা মিলনে।


নান্দনিক সৌষ্ঠবে মুগ্ধতায় অপার;
মম নিবাস গড়িব এ কুঞ্জ-কাননে,
ব্যস্ততায় ভারী ইট-পাথুরে জীবনে;
কত! বিরল জীব-বৈচিত্রে ভরপুর।
নানা বর্ণের বন্য প্রাণীর মুগ্ধতায়;
বসি বৃক্ষরাজির সুশীতল ছায়ায়।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         রচনাঃ ২২ সেপ্টেম্বর, ২০১৭