কাশফুলের শুভ্রতা আর শঙ্খধ্বনি;
ঢাকের আওয়াজ বারতা আগমণ,
চারিদিকে শুধু সাজ সাজ রব শুনি;
দেবী সাজানোয় তুলির শেষ স্পর্শন।
উৎসব রাঙিয়ে চলবে সমাপনী;
মহালয়া-বিজয়া সাজেভরা অঙ্গন,
নতুন বস্ত্র গহনা আর প্রসাধনী;
শিশু যুবা বড় কারো নাইকো বারণ।


বিকিকিনি ধুম পড়ে সব শপিং মলে;
বধূরা শাড়িতে নতুনত্ব খুঁজে কিনে,
পাঞ্জাবি ধূতিতে পুরুষের বেশ চলে;
ছেলে-মেয়েরা খুশি বাহারী ডিজাইনে।
শারদ পূজো এ যে আলো বর্ণিল মেলা;
মন্ডবে আছড়ে পড়ে রঙে হলিখেলা।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ ২১ সেপ্টেম্বর,২০১৭