রামনাবাদ নদী
(সনেট)


গিরিতে জনম তব পতিত পাথারে,
স্রোতঃস্বিনী,উর্মি দোলে,কত রে!নৌযানে
গৃহহারা শত জনে, ভাঙ্গন নিষ্ঠুরে
বুভুক্ষা, গ্রাসে জীবন,আনন্দ হননে!
ধীবর সম্বল যত গিলেছো উদরে,
বিভব বিনাশে তোমা জুড়ি কে জাহানে!
পলিতে বৃদ্ধত্ব আসে মত্ত শক্তি ক্ষরে;
ক্ষণে ক্ষণে ফুঁসে ওঠো ফেরতে যৌবনে।


বিব্রত মানবকুল,নিষ্কৃতির আশে-
পরীক্ষণ নিরীক্ষণে নব দিশা পায়,
বন্দর নির্মাণ আজি তব বক্ষদেশে;
এক্ষণে শত জাহাজ নোঙরে হেথায়।


রাক্ষুসে আচরি ভুলি,বাণিজ্য বসতি;
রাজস্ব উৎস রূপে পায়রা'র খ্যাতি।


     রচনাঃ৩০/৯/২০২০