আদি উপখ্যানে বাণী ভালোবাসা ঘিরে;
নিয়মের বেড়াজালে বন্দী কভু নহে,
সীমানা পেরিয়ে প্রেম দেশ-দেশান্তরে;
জাতি ধর্ম ভেদ ভুলে অমলিন রহে।
ধর্ম দেয়াল দাঁড়ায় বিবাড়িয়া তরে
সজীব-সুইটি প্রেম এক স্রোতে বহে,
ধর্ম ভেদে বাধা পড়ে দুই পরিবারে
সহমরণে প্রতিজ্ঞ সব জ্বালা সহে।


প্রীতির পুণ্য বন্ধন এ ধরিত্রীময়,
বনলতা জড়াজড়ি বৃক্ষসখা পানে;
ফুল ফোটে অলি তরে নিত্য পাখি গায়,
সুখ লাগি নীড় বোনা চেষ্টা প্রাণপণে।
পুণ্য প্রেমে স্বর্গ রচে গুণীজনে কয়;
ধর্ম দ্বন্দ্বে দুটি প্রাণ চলে অবসানে।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ১০/০৫/২০১৯