সন্ধ্যাকাল
=========


দিবস-যামিনী মধুময় সন্ধিক্ষণে,
সন্ধ্যা আসে লজ্জা-নম্র বধূয়ার বেশে।
রক্ত রাঙা আলো নিভে মলিন বসনে,
মৌন মন্থরে মহী পুরে দিবা নিঃশেষে।
রাখাল গরু  নিয়ে চলে আপন মনে,
নীড়ে ফেরে পাখিরা ডানা মেলে আকাশে।
ব্যস্ত বধূরা জলকে চলে নদীঘাটে;
সূর্যমুখী ঝরে আনন্দে মল্লিকা ফোটে।


মধুর আজান ধ্বনি ভাসে সব বাটে
দিবা কর্মযজ্ঞের চাকা হয়ে অচল,
ধ্রুবতারা সলজ্জে হাসে গগন পাটে;
মুখর ধরণী তলে স্তব্ধ কোলাহল।
সন্ধ্যায় শূণ্যতা ছড়ায় হৃদয় কোণে,
মন ছুটে সসীম ছেড়ে অসীম পানে।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
২৪ আগষ্ট, ২০১৭