সতত সাধনা সিদ্ধ লক্ষ্য সত্যবানে;
মূল শক্তিই সত্য সব কল্যাণ তরে,
সত্য এক অমিয় সুধা জীবন রণে;
সত্য পথযাত্রী  পরাজয়ে নাহি  ডরে।
অমা কাটে মানুষের সত্য দীপ্তিমানে;
শান্তি ও ঐক্য আনে স্বজনে পরস্পরে,
দুঃখের যবনিকা টানে মানব প্রাণে;
সততায় পৌঁছে দেয় উন্নতির শিরে।


সত্যে বীতশ্রদ্ধ জাতি চির পরাধীনে;
অসত্যের ভিড়ে সবে অন্ধকারে ডুবে,
বাধা পড়ে আলোকিত দেশ বিনির্মাণে,
পদে পদে বিরোধ,অশান্তি অনুভবে।
স্রষ্টা স্বয়ং বিরূপে সত্যভ্রষ্টাচারণে;
কোনো জাতি বড় নাহি মিথ্যা কলরবে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      ১৩ সেপ্টেম্বর,২০১৭