স্বপনের নীড়
(গীতি কবিতা)


কোন স্বপনে নীড় বাঁধি  মম মন্দিরে
সারা যামিনী বিনিদ্র কী করে শুধাবো তারে।।


ঊষাবেলা বাতায়নে নির্মল সমীরণে কিরণ পড়ে  
খেলার সাথী ডাকে আমায় হিজল তলায়
অনুরাগে অভিমানে ভাঙ্গাগড়া চলে সে খেলাঘরে।।


পুকুর বিলে শাপলা তুলে দিয়েছি শত
পাখিরছানা দিতে তোমায় কাঁটা বিঁধে কত
চুপিচুপি পেয়ারা ছিঁড়ে খেতে দিলে মোরে।।


সময় স্রোতে ভেসে আজি গেলেম কে কোথায়
স্মৃতি মধুর ছবিখানি ভাসে মম হৃদয়
দিনগুলো আজও ভুলতে নারি পাব কি ফিরে।


      রচনাঃ৩১/৮/২০২০