শেষ বয়সের ঠিকানা


বৈষম্য প্রবীণ প্রতি সমাজ আচারে;
নিত্যকার চ্যালেঞ্জ এক  নিদারুণে,
জীবন সায়াহ্নে কারো ঠাঁই বৃদ্ধাগারে;
ক্ষয়িষ্ণু একান্নবর্তী ভগ্ন পরিজনে।
সান্নিধ্যের শান্তি মূল্য সাধ সব তরে,
আয়েশে অপত্য ছুটে ভিনদেশ পানে-
মা-বাবা প্রয়াণে কেহ নাহি দেখিবারে,
অগত্যা বেওয়ারিশ বনে দাফনে।


সন্তান বড় হলেই দায় নাহি শেষ;
তেমনি মা-বাবা তরে থাকবে সন্তান,
মম দেশে বৃদ্ধাশ্রম বড় বেমানান,
এ নহে কৃষ্টি মোদের নহে পরিবেশ।
একদা প্রবীণ হবে আজকে নবীন;
মমতার অধিকারে করে সবে আশ।


রচনাঃ০১/১০/২০১৯