অসহায়ত্ব কিছু করুণ মুখ ভাসে;
প্রিয় জন্মভূমি ত্যাগে বাধ্য পরাশ্রয়,
প্রাণপণ ক্লেশে চলা জীবনের আশে;
সীমাহীন অত্যাচারে আজানা আলয়।
বিশ্বযুদ্ধ দু'য়ে, কোটি প্রাণ পরদেশে;
বাঙালি'র ভারতে পাক বর্বরতায়,
ফিলিস্তিন ইরাক সিরিয়া সর্বনাশে;
খুন অগ্নিদাহে রোহিঙ্গা ভিটে হারায়।


শরণার্থী তকমা আজন্ম পাপ চিহ্ন;
থেকেও না থাকার বেদন বিষে মরে,
ভিখারি খাদ্যে ক্ষুধার্থ জীবন বিপন্ন;
অশিক্ষা পুষ্টিহীনে বাড়ে কঙ্কালসারে।
খাঁচায় বন্দী দশা পাখির আর্তনাদ;
মুক্ত বিহঙ্গে উড়ার স্বপ্ন ধূলিসাৎ।


-------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         রচনাঃ ২০ সেপ্টেম্বর, ২০১৭