দেবকী-বসুদেবে আকুল প্রার্থনায়
রোহিনী নক্ষত্রের অষ্টমী তিথি ক্ষণ,
নিজ শুদ্ধ প্রকৃতি রূপ বলে ধরায়
কংস কারাগারে আবির্ভূত ভগবান।
অব্যয় আত্মা তাঁর ভূতগণ ঈশ্বর
জন্মহীন কৃষ্ণের তথাপি আগমণ,
ধর্ম সংস্থাপনে কৃপা রূপে অবতার
অবিনশ্বর হয়েও যাত্রা অন্তর্ধান।


অধর্মের প্রাদুর্ভাবে ঘটে দুরাচার
অত্যাচারী নিপীড়নে বিষাক্ত জীবন,
ভক্ত প্রার্থনা সাড়া দিয়ে জগদীশ্বর
কৃপায় আবির্ভাব-- প্রকাশে ষড়গুণ।
শিশুপাল-কংসরাজ করেন সংহার;
তিনি পুরুষোত্তম-- শ্রীকৃষ্ণ ভগবান।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১৪ আগস্ট২০১৭