স্তব্ধ হবে নাকো


সেদিনও ভূমন্ডল চলবে এমনে—
গগনে তারার মেলা বসবে সতত,
গিরি হতে জলধারা রবে বহমানে;
শোনবে সরিৎ কোলে  তান অবিরত।
নির্মলে বইবে সমীর  প্রভাত লগনে
বিহগ ললিত সুর  কাননে ধ্বনিত  
হবে ঊষালগ্নে সবে।প্রকৃতি বিধানে
ব্যস্ত আপন করমে বাধা বিঘ্ন শত।


স্তব্ধ হবে নাকো কিছু মম শূন্যতায়,
ফসলের মৌ মৌ গন্ধ  বৃন্তে পুষ্প ফোটা—
বন্ধ হবে কি কূজন, প্রাতে সূর্য ছটা
শাখে ঝির ঝির শব্দ দখিনার বায়?
চলিষ্ণু ধরায় সব  কক্ষপথে চলে;
নদী বহে কে ডুবলো—দেখে না সজলে!

   —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ০৭/০৫/২০২১