সম্পদ মোহে বিভোর সবে নিদ্রাহীনে;
চাহিদার নাহি শেষ আমরণ তরে,
ক্ষণিক ধরায় ছুটে তীব্র আকর্ষণে;
সব ফেলে একা হাঁটে অন্য চরাচরে।
সে বিরান শূন্য পথে ধনমান বিনে;
সমাকীর্ণ পরকাল টানে বহুদূরে,
অর্থবহ কহে বিত্ত পরার্থ কল্যাণে;
নচেৎ অনার্থ মূল অগ্রাহ্য কবরে।


জলে নিভে অগ্নিকুন্ড দানে মিলে পুণ্য;
আজাব নাজাত পথে পাথেয় যোগান,
কৃপণ আবেদ চেয়ে মূর্খ দান ধন্য;
পুণ্যহ সহস্র গুণ রমজানে দান।
যতটা সামর্থ্য তোমা যদিচ নগন্য;
প্রভূ খুশি তার তরে প্রিয় সেই জন।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ২৬/০৫/২০১৯