তারই প্রভায়


গগনের একটি নক্ষত্র খসে পড়ে
অর্বাচীন কুলাঙ্গার সিমারের দল;
উল্লাসে প্রচার করে টিভিতে বেতারে
স্তব্ধ বিশ্ব! বাঙ্গালির ঝরে অশ্রুজল।
কীভাবে সম্ভব? পশু-পাখিও ত্রপিত,
অথচ আঁধার কাটতো সেই দ্যুতিতে
নিরাপদ মুগ্ধ মায়ায় সবে আশ্রিত,
শিহরিত বিনম্র বাতাসের শক্তিতে।


সে রয় সবখানে চির দেদীপ্যমানে
চন্দ্র বলে-- দীপ্তি মোর তারই প্রভায়,
আছেন সবুজ পল্লবে পাখির গানে;
নদীর প্রবাহে পুষ্প সৌরভে অলয়।
মুক্তির ঝান্ডায় ভক্তের হৃদ স্পন্দনে;
হিমাদ্রি রূপে অহংকার হয়ে গহিনে।


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ  ১৫ আগস্ট, ২০১৭
(বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে)