তারে বিনে
(গীতিকবিতা)

বাঁচি না রে তারে বিনে
আমি ভুলে যাই কেমনে
ও সজনী, রয়েছো মম হৃদয় মন্দিরে।।

বকুল ফুলের গন্ধে ভরা
আমি তোমার প্রাণ ভোমরা
ফুলে ফুলে উড়ে বেড়াই গন্ধ মাখি শরীরে।।

না যাই যদি কাছে তোমার
পাবে নাকো যৌবন দোসর
থাকবে তব শূন্য বাসর
কুল-মানের আশা তোমার যাবে জীবনের তরে।।

ঘুম ঘোরে স্বপ্নে হেরি
তোমায় নিয়ে দিচ্ছি পাড়ি
তাইতো কভু ভুলতে নারি রও হৃদ কন্দরে।।

রচনা:২৬ এপ্রিল, ২০২৫।